কর্তৃপক্ষের খোঁজ নেই : কলেজছাত্রীরাই পরিষ্কার করলেন ময়লা


প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৬ আগস্ট ২০১৬

রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ যাতায়াত করেন। এর পাশে ময়লা স্তুপের কারণে দুর্গন্ধে চলাচলে অনেক অসুবিধা হয়। অথচ তা পরিষ্কার করে না পৌর কর্তৃপক্ষ। তাই এর প্রতিবাদে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে রাস্তার পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন।

সাতক্ষীরা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রোকাইয়া ইসলাম রশ্নি বলেন, দুর্গন্ধের কারণে আমাদের একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে। পৌরসভার অনেকে এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু যাওয়ার সময় তারা মুখে রুমাল দিয়ে বলেন, কি দুর্গন্ধ এ রাস্তা দিয়ে যাওয়া যায়। অথচ এটি পরিষ্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করেন না।

satkhira

এ কারণে প্রতিবাদ জানিয়ে আমরা নিজেরাই পরিষ্কার করেছি। এ পরিষ্কার কাজে দ্বাদশ শ্রেণির ছাত্রী লাকি, আশা, জাকিয়াও অংশ নেন।

এ ব্যাপারে পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না তবে দ্রুত ময়লা পরিষ্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।