নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৮ আগস্ট ২০১৬

নোয়াখালীর সুবর্ণচরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন নাথ (৪০)। আহতরা হলেন- মুক্তা রানী নাথ (৩৮), মেয়ে সাথী রানী (১১) ও অনিতা রানী নাথ (৭)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সুবর্ণচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদী যাওয়ার পথে আল আমিন বাজারের দক্ষিণে ভাঙ্গার পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস নামের একটি বাস ধাক্কা দেয়।

এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন আহত হয়। গুরতর আহত অবস্থায় ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা রানী নাথের ভগ্নিপতি সুমন নাথের মৃত্যু হয়।

মিজানুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।