অবৈধ গ্যাস সংযোগ দেয়া এক হাজার পাইপ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৯ আগস্ট ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো প্রায় এক হাজার ফুট গ্যাস পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে কাউকে আটক করা যায়নি।  

সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ট্রাস্কফোর্সের আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রেজাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। র্যা ব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
 
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির নোয়াখালী অফিসের উপ-মহাব্যবস্থাপক সেলস প্রকৌশলী মো. সোলায়মানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রেজাউর রহমান জানান, এখানে অবৈধভাবে নিম্মমানের গ্যাস পাইপ লাইন বসানো হয়েছে। পাইপগুলো উদ্ধার করে নেয়ার পর ধ্বংস করা হবে। তবে এ কাজের কতিপয় ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নতুন করে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামে স্থানীয় একটি চক্র গ্যাস সংযোগ দেয়ার নাম করে ১৪৫ জনের কাছ থেকে জনপ্রতি প্রথম ধাপে ১৫ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ নিয়ে গত ১০ আগস্ট জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংশ্লিষ্ট মহলের নজরে এলে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লাইনগুলো জব্দ করার উদ্যোগ নেয়।  

মিজানুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।