বুধবার রাজশাহী বিভাগে হরতাল


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেয়।

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক কামরুল মনির জানান, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপার্সনসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।