নোয়াখালীর ১০ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট, বেগমগঞ্জ ও সেনবাগসহ পাঁচটি উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নবনির্বাচিত ১০ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ করা চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলা দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস জাহের, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালা উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, সূবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উল্যাহ বি কম, সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।

শপথগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) অনুপম বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এছাড়াও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম রেজাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।