আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল নবীনগরে


প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফুল মিয়ার (৭৫) বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হরি দেবনাথের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল রোববার নবীনগরে এসে তদন্ত কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে তদন্তকারী দল নবীনগর উপজেলা ডাক বাংলোয় বসে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও মামলার বিভিন্ন সাক্ষীর সঙ্গে কথা বলেন। এর আগে তদন্তকারী দল স্থানীয় প্রশাসনের সঙ্গেও মতবিনিময় করেন।

এ ব্যাপারে নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমদাদুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল মুক্তিযোদ্ধা সংসদ ও মামলার বিভিন্ন সাক্ষীর সঙ্গে কথা বলেছেন। তদন্ত দলটি সোমবার পর্যন্ত নবীনগরে অবস্থান করবেন বলেও জানান তিনি।

উল্লেখ, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গত ১৬ আগস্ট নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া বাদী হয়ে ফুল মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।