নোয়াখালীর ৮টি পৌরসভায় কুরবানির স্থান নির্ধারণ


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

আসন্ন ঈদ উল আযহায় পশু কুরবানির জন্য নোয়াখালীর ৮টি পৌরসভা ২৬২টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থান সমূহে পশু কুরবানির জন্য ৩৩৬ জন ইমাম এবং ৯৫ জন কসাইকে তালিকাভুক্ত করা হয়েছে।

পৌরসভাগুলো হলো, নোয়াখালী, চৌমুহনী, চাটখিল, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী, কবিরহাট, হাতিয়া, সেনবাগ।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক বদনে মুনীর ফেরদৌস।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) অনুপম বড়ুয়া সাংবাদিকদের জানান, আট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে কুরবানির স্থান/ওয়ার্ডভিত্তিক মোট ৮২টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি স্থানভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

পৌরসভাসমূহে কুরবানির স্থানভিত্তিক তালিকা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে প্রচার ও মাইকিং করা হচ্ছে। এছাড়া প্রতিটি অস্থায়ী পশুর হাটে বিলবোর্ড স্থাপন, জুুমার দিনে খুতবার সময় এ বিষয়ে মুসল্লিদের অবহিতকরণ, পশু কুরবানির দিন কাছাকাছি প্রয়োজনীয় বাহন, পর্যাপ্ত পানির ব্যবস্থা, কুরবানি দাতাদের মাংস পরিবহনের সুবিধার্থে নোয়াখালী পৌরসভা কৃর্তক বিানমূল্যে পাঁচ হাজার পাটের বস্তা বিতরণের ব্যবস্থা গ্রহণের কথা জানান।

তিনি আরো জানান,  এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণকে এ বিষয়ে আরো সচেতন করার লক্ষ্যে কুরবানির নির্ধারিত স্থানের তালিকা সম্বলিত লিফলেট স্কাউটের মাধ্যমে পৌর এলাকার সকল বাড়িতে পৌঁছানো এবং স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ও প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুব্রত কুমার দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, এনডিসি মিল্টন রায়।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক নয়া সংবাদের সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, একাত্তর টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন মিরণ প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।