ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ওবায়েদ হোসোন লিংকন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পৌরশহরের পৈরতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিংকন শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেনের ছেলে। পুলিশে দাবি, তিনি শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি হত্যা ও পুলিশের উপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, লিংকনের বিরুদ্ধে হত্যা এবং পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর মডেল থানায় ৭-৮টি মামলা রয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।