বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের বোচাগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করেছে ইব্রাহিম চৌধুরী (২২) নামে এক বখাটে।

বুধবার সকাল ৯টার দিকে মিলরোড লেবার লাইন পাড়ায় ওই স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে কুপিয়ে আহত করে।

ইব্রাহিম চৌধুরী সেতাবগঞ্জ পৌর শহরের মিলরোড ছটকুর মোড় এলাকার বাসিন্দা কফিল উদ্দীন ওরফে বাচ্চা চেয়ারম্যানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইব্রাহিম চৌধুরী সকাল ৯টায় পৌর শহরের মিলরোড লেবার লাইন পাড়ার বাসিন্দা সাতক্ষীরা জেলায় কর্মরত বিজিবি সদস্য মো. জমসেদ আলীর বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা জমসেদ আলীর মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এসময় ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ঘাতক ইব্রাহিম চৌধুরী পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীর বাবা জানান, দীর্ঘদিন ধরে বখাটে ইব্রাহিম চৌধুরী আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে যাওয়া আসার পথে মেয়েকে প্রায়ই বিয়ের প্রস্তাব দিতো। বিষয়টি ইব্রাহিম চৌধুরীর পরিবারকে জানানো হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। তারপরেও বখাটে যুবকের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে অভিযান চালিয়ে ছটকুর মোড় এলাকা থেকে বখাটে ইব্রাহিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি জানা নেই।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।