বীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে মো. মাজেদুল ইসলাম (৪০), মো. নুর ইসলাম (৪৭) এবং কার্তিক বাস্কে (৪০) নামের তিন মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মাজেদুল ইসলাম বীরগঞ্জ পৌরশহরের কোমরপুর ফিসারী মোড় এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে, মো. নুর ইসলাম একই এলাকার কলেজ মোড়ের বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে এবং কার্তিক বাস্কে একই এলাকার মাকড়াই গ্রামের বাসিন্দা।

রোববার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

বীরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রভাত কুমার জানান, রোববার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।