নোয়াখালীতে পলাতক আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
নোয়াখালীর চাটখিলের পাঁচঘরিয়া থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১১,সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে এক দল র্যাব সদস্য সোমবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচঘরিয়া সোবাহানপুর বাজারে রুবেল টেইলার্সের সামনে থেকে আসামি মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবুকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর সে র্যাবের জিজ্ঞাসাবাদের জানায়, তার বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সে চন্দ্রগঞ্জ থানার দায়ের করা মামলার পলাতক আসামি।
মিজানুর রহমান/এসএস/এমএস