টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি আলী আজগর আর নেই
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আলী আজগর খান দাউদ আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি ৬৯-৭০ সালে সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
আজ বাদ আসর শহরের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যদায় তার মরদেহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস