হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরের উভয় দেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহার কারণে গত ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।
শনিবার থেকে আমদানি-রফতানি শুরু হওয়ায় স্থলবন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। এদিকে বন্দর চালু হলেও এখন ঈদের ছুটির আমেজ বিরাজ করছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি