বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। রোববার রাত ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী ইউনাইটড পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০২৯৬) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি লাহার অ্যাঙ্গল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শেজিমেক) ও শেরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। আহতদর মধ্যে শেজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আরো একজন মারা যান। এছাড়া আহত আরো কয়েকেনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম।
লিমন বাসার/এসএস/এমএস