এমপিকে হুমকি দেয়ায় স্কুলছাত্রের কারাদণ্ড
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় নবম শ্রেণির ছাত্র সাব্বির সিকদারকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার প্রতিমা বংকী গ্রামের শাহিনুর আলমের ছেলে ও বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আদালত সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর শুক্রবার সাব্বির সিকদার নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে ম্যাসেজের মাধ্যমে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক আইডিতে ম্যাসেজ দিয়ে অশালীন মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হলে রাতেই তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে হুমকির কথা স্বীকার করায় বখাটে সাব্বিরকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস