আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে কোনো একটি ট্রেনের নিচে অজ্ঞাত ওই যুবক কাটা পড়েনে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোনো ট্রেনের নিচে ওই যুবক কাটা পড়েছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার বলেন, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস