মধুপুরে বজ্রপাতে বাবা ও দুই ছেলের মৃত্যু


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নবগঠিত বেইরবাইদ ইউনিয়নের মাগুন্দি গ্রামে বজ্রপাতে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় দগ্ধ হয়েছেন ওই নিহত দুই শিশুর মা। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত সনেট রিফিল এর ছেলে নিখিল হাজন (৫৫), তার ছেলে জজ সাংমা (১৩) ও লেতন সাংমা (১১)। এ ঘটনায় দগ্ধ নিহত নিখিল হাজনের স্ত্রী জনতা সিংসান (৪৮) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
 
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মডেল) আশরাফ উল ইসলাম জানান, ভোরে নিখিল হাজনের টিনের ঘরের চালে বজ্রপাত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।