বগুড়ায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

বগুড়া শহরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। পরে পুলিশ প্রহরায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শহরের কাটনারপাড়া এলাকায় করোনেশন ইন্সটিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হচ্ছে- শহরের চকসুত্রাপুর এলাকার তপন (২৪) ও লিটন (২৬)। তাদের কাছ থেকে পাঁচটি চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভোরে কাটনারপাড়া এলাকায় করোনেশন ইন্সটিটিউটের সামনে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশকে দেখে তারা একটি গলিপথ দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তপন ও লিটন নামের দুই ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ে। তাদের সহযোগী অন্য আরো চারজন পালিয়ে যায়।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, ঈদের দিন ভোরে করোনেশন ইন্সটিটিউটের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল জলিল নামের এক রিকশাচালক খুন হন। বৃহস্পতিবার ভোর রাতে তাদের গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। প্রায় রাতেই সেখানে ছিনতাই করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দয়ের করা হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।