সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ২শ ৫০ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটকরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী গ্রামের আয়নাল বেপারীর ছেলে আব্দুর রশিদ (২৭) ও রাজশাহী জেলার বাঘা থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রাসেল ওরফে সোহেল (২৫)।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকাগামী প্রাইভেটকারে (ঢাকা মেট্টো খ ১১-৬১৪৫) তল্ল­াশি চালিয়ে ২শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।