আইজিপির আগমন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা
শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। জেলার আখাউড়া থানা পুলিশের নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশের সম্মেলন উপলক্ষেই শহীদুল হকের এ সফর। তার আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় আইজিপি শহীদুল হক আখাউড়া থানা ভবনের উদ্বোধন করবেন। এরপর থানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
এছাড়া দুপুর ২টায় সদর মডেল থানা পুলিশের ২নং পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিস্থ নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত কমিউনিটি পুলিশ সম্মেলনে যোগ দেবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণাবড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এদিকে আইজিপির আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে চার শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আইজিপির আগমন উপলক্ষে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। আইজিপির গাড়ির আগে ও পেছনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহরের প্রতিটি প্রবেশ দ্বারে নিরপত্তা চৌকি স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানে প্রবেশ স্থলে ‘মেটাল ডিটেক্টর’ বসানো হচ্ছে। অনুষ্ঠানে আগত কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবেন না বলেও জানান জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি