সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
সিরাঞ্জগঞ্জ জেলার সায়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলায় শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহলার মুজিবুর রহমান (ঘুঘু) মাস্টারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সায়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি