সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সিরাঞ্জগঞ্জ জেলার সায়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলায় শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল­ার মুজিবুর রহমান (ঘুঘু) মাস্টারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সায়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।