র‌্যাবের সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী গোলাগুলি


প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ এলাকায় শ্যামনগর উপজেলার ছোট কলাগাছি নদীতে র‌্যাব ও বনদস্যুদের ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গোলাবারুদসহ ছয়জন জেলে ও তিনটি নৌকা উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তবে কোন বনদস্যু আহত, নিহত বা আটক হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

আকরামুল ইসলাম/এএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।