ছাত্র-যুবকদের সন্ধ্যার পর ঘোরাফেরা বন্ধ করতে হবে


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেছেন, সন্ধ্যার পর ছাত্রদের বই নিয়ে পড়ার টেবিলে বসার কথা। কিন্তু কিছু ছাত্র ও যুবক অকারণে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘোরাফেরা করে। একপর্যায়ে মাদক, ইভটিজিং ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত হয়। তাই এদের ঘোরাফেরা বন্ধ করতে হবে।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা আরো বলেন, এসব অযাচিত ঘোরাফেরা বন্ধ করতে সন্ধ্যার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। সেই সঙ্গে সমাজের মাতব্বর ও অভিভাবকদের এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান, বাবু ইসলাম, জাকিরুল ইসলাম, এনামুল হক খোকন, ফেরদৌস রবিন, হেলাল আহম্মেদ, মোস্তফা কামাল প্রমুখ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।