সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (পিসিডিএ) কর্তৃক কাওয়াখোলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
 
সোমবার দুপুরে সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভেড়াবাড়ি গ্রামের মাদরাসা মাঠ চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (পিসিডিএ) বাংলাদেশের কো-অর্ডিনেটর জিটিভির প্রধান বার্তা সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান।

জিটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের পরিচালনায় ত্রাণ বিতরণ-পূর্বক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (পিসিডিএ) মহাসচিব ফ্রান্স প্রবাসী ইঞ্জিনিয়ার ওসমান হুসাইন মনির, ইউরোপিয়ান সিনিয়র যুগ্ম-মহাসচিব ইতালি প্রবাসী আব্দুল মান্নান হীরা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোমান আহমেদ, ৮নং কাওয়াখোলা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পিসিডিএর অন্যতম সংগঠক কাজী তৌফিকুল রহমান শাকিল, মাছরাঙা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু প্রমুখ।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন ডা. ফিরোজ হোসেন শাহীন ও ডা. মাকসুদা খাতুন মুক্তি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।