গাজীপুরে বোমাসহ ৪০জন শিবিরকর্মী আটক


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভূরুলিয়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায়  অপটিন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে চারটি হাত বোমা, সরকার বিরোধী বিপুল পরিমাল লিফলেট ও জিহাদী বইসহ ৪০ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপটিন কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ৪০শিবির কর্মীকে আটক ও সেখান থেকে চারটি হাত বোমা, দুইটি বড় ব্যানার, সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের রাতে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে। সেখানে স্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা কোচিং নিয়ে থাকেন।

কোচিং সেন্টারটি শিবির নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।