পাচারকালে ১০ টাকা দরের চালবোঝাই ট্রাক আটক


প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ব্যবসায়ীর গুদাম থেকে পাচারকালে সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চালবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন ব্যবসায়ী বাদল সাহার গুদামের সামনে থেকে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা চাল ভর্তি ট্রাকটি আটক করা হয়।

স্থানীয়রা জানান, সকালের দিকে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করেন খাদ্য বিভাগ। উপজেলার ১১ হাজার ৯২১টি কার্ডের চাল বিক্রয়ের জন্য ১০ ইউনিয়নে দুইজন করে মোট ২০ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ২০টি পয়েন্ট থেকে সুবিধাভোগী প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে ১০ টাকা দরে ৩০ কেজি করে এই চাল বিক্রয় করেন ডিলাররা।

এদিকে, বুধবার বিকেলে দিকে ব্যবসায়ী বাদলের গুদাম ঘর থেকে পাচারের উদ্দ্যেশে ১০ টাকা কেজি দরের চালের বস্তা দিগন্ত প্রমি নামে একটি ট্রাকে তুলতে করতে থাকেন স্থানীয় কুলিরা। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কৌশলে সটকে পড়েন অসাধু ব্যবসায়ীরা। পরে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা (৪ হাজার ৫০০ কেজি) চালসহ একটি ট্রাক আটক করে থানায় হেফাজতে নিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী বাদল সাহা বলেন, মঙ্গলবার সারা দিন কার্ডধারীদের কাছ থেকে ১০ টাকা কেজি দরের এই চাল ২৮ টাকা কেজি দরে কিনে নিয়েছি। আমি একা নয়, এই চাল কার্ডধারীদের কাছ থেকে আরো অনেক ব্যবসায়ী কিনেছেন। তাদের দেখে আমিও কিনেছি। কিন্ত এই চাল কেনা যাবে না, এমন আইন আমার জানা ছিল না।

ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, ধুনট বাজারের কয়েকজন ব্যবসায়ী বিষয়টি আমাকে অবগত করেছেন। আইনি প্রক্রিয়ার জন্য বিষয়টি নিয়ে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাদল, প্রশান্ত ও দিলীপ সাহাসহ বেশ কয়েকজন ব্যবসায়ী এই চাল কর্ডধারীদের কাছে থেকে ক্রয় করেছে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান বলেন, হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল খোলা বাজারে ব্যবসায়ীদের কেনাবেচা করার কোনো বৈধতা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ।
 
এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।