প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতার ছেলে বিরুদ্ধে মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করায় বগুড়ার শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও কোষাধ্যক্ষ তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অভিযুক্ত চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে লেখেন, ‘শেখ হাসিনাকে হত্যা করতে হবে। নইলে গণতন্ত্র ফিরবে না।
তিনি দেশের স্বার্থ পরিপন্থী ভারতের সঙ্গে চুক্তি করেছেন। এ দেশে থাকার তার কোনো অধিকার নেই। তাই ইরাত আহমদ শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহণ করেছেন বলে মন্তব্য লিখেন।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও নানা অশ্লীল ভাষা লিখে কটূক্তি করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর ব্যাঙ্গাত্মক কার্টুনও প্রকাশ করেন বলে মামলার বাদী সুলতান মাহমুদ দাবি করেন।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সাবেক বিএনপি নেতার ছেলে ইরাত আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে।
এআরএ/আরআইপি