লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
লক্ষ্মীপুরে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মামুন প্রকাশ মিলা (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, মামুন তালিকাভূক্ত সন্ত্রাসী বন্ধুকযুদ্ধে নিহত নাছির বাহিনীর সদস্য। তিনি ওই গ্রামের জালাল আহাম্মদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, সন্ত্রাসী মামুন দেওপাড়া গ্রামে তার বাড়িতে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, মামুন তালিকাভূক্ত সন্ত্রাসী বন্ধুকযুদ্ধে নিহত নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এবং লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।
কাজল কায়েস/এফএ/এমএস