রামগতিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ এএম, ০১ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু মো.নিজাম ওরফে নিজাম ডাকাত (৩০) নিহত হয়েছে। শনিবার ভোরে রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ঘটনার সময় আহত হয়েছেন এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড গুলি ও দুইটি ছোরা  উদ্ধার করা হয়েছে।

নিহত নিজাম নোয়াখালীর চরজব্বার এলাকার বাসিন্দা আবদুস সালামের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে জলদস্যু নিজামকে উপজেলার বয়ারচর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। তাকে নিয়ে রাতে সহযোগীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে বিবিরহাট এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি করে।

আত্মরক্ষায় পুলিশও কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিজাম নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় উদ্ধার করা হয় একটি অস্ত্র ও গুলি।

এ ঘটনায় রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন, কনস্টেবল মো. মুসা ও নুর উদ্দিন সামান্য আহত হয়। তারা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নিজাম মেঘনা নদীর চিহ্নিত জলদস্যু। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণের চারটি মামলা রয়েছে। বন্ধুকযুদ্ধের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।  

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।