টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর নামক স্থানে ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অনন্ত ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, পাবনা জেলার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়া জেলার সিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬০) ও একই জেলা ও উপজেলার মোগল গ্রামের আব্দুল বারিকের ছেলে আমিনুর (৩৫)।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা যাত্রীরা সিমেন্টের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
এই নিউজের ইংলিশ ভার্সন পড়তে এখানে ক্লিক করুন
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস