পাংশায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৬:২১ এএম, ০৫ অক্টোবর ২০১৬

রাজবাড়ীর পাংশা উপজেলার সড়িষা ইউনিয়ন থেকে ১টি পাইপগান ও ২টি কার্তুজসহ ৩ মামলার অাসামি বাদশা প্রামানিক (৩৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ওই উপজেলার সড়িষা ইউনিয়নের দত্তের হাটের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক বাদশা সড়িষা ইউনিয়নের কুলানগর এলাকার ছাত্তার প্রামানিকের ছেলে।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল এর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশনা অনুযায়ী চিহিৃত সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাদশাকে গ্রেফতার করা হয়েছে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।