যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে জখম


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৮ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে গৃহবধূ জেসমিন আক্তারকে (২৬) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মধ্য উদ্মারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জেসমিনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও নির্যাতিত গৃহবধূ জানান, জেসমিনের দিনমজুর স্বামী দেলোয়ার দীর্ঘদিন ধরে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। ইতোমধ্যে তাকে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকার জন্য সে প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ঘটনার সময় যৌতুকের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দেলোয়ার ও শ্বশুর আদম আলী লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জেসমিনের পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চি‎হ্ন রয়েছে। জেসমিন উপজেলার চরমোহনা গ্রামের মৃত আহাম্মদ উল্যার মেয়ে।

এ ব্যাপারে স্বামী দেলোয়ার ও শ্বশুর আদম আলীর বক্তব্য জানা যায়নি।

দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শাহাজাহান বলেন, অমানবিকভাবে গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করার জন্য তাকে পরামর্শ দেয়া হয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।