খারঘর গণহত্যা দিবস আজ


প্রকাশিত: ০৪:৫২ এএম, ১০ অক্টোবর ২০১৬

আজ ১০ অক্টোবর, সোমবার।  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এ দিনে পাক হানাদার বাহিনী খারঘর গ্রামে ঢুকে বর্বরোচিত হামলা চালিয়ে ৪৩ জন নারী-পুরুষকে হত্যা করে। এদের মধ্যে ২৩ জনকে ওই গ্রামেই গণকবর দেয়া হয়।

খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় খারঘর গ্রাম অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ কারণে ওই এলাকাটি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য ছিল নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু বিষয়টি জেনে গিয়ে খারঘর গ্রামে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী।

এদিকে, যথাযথভাবে দিবসটি পালনের লক্ষ্য নানা কর্মসূচি হাতে নিয়েছে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণকবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও স্মরণসভা।

আজিজুল সঞ্চয়/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।