মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. জুয়েল মিয়া (২২) নামে এক বখাটের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জুয়েল বেশ কিছুদিন ধরে চাতলপাড় মাদরাসা-ই-মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসার সপ্তমশ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৩ অক্টোবর জুয়েল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে ছাত্রীর বাবা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় সোমবার বিকেলে পুলিশ উপজেলার কচুয়া গ্রাম থেকে জুয়েলকে আটক করে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি