সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২০ অক্টোবর ২০১৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই পৃথক দুটি ঘটনা ঘটে...

নিহতরা হলেন- সোনাতলায় ভ্যানগাড়ির যাত্রী জলি বেগম (২৫) এবং আদমদীঘি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী বুলবুল আহম্মেদ (১৪)।

সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, উপজেলার পুটিমারী গ্রামের শাহ আলমের স্ত্রী জলি বেগম তার শিশুসন্তান নিশানকে (২) সঙ্গে নিয়ে ভ্যানগাড়িযোগে বাবার বাড়ি বোচারপুকুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে খানপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জলি বেগম নিহত ও ছেলে নিশানসহ আরো এক যাত্রী আহত হয়।

আদমদীঘি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, বিকেলে উপজেলার কোমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামছুল আলম (৩৮) ও তার ভাতিজা এসএসসি পরীক্ষার্থী বুলবুল আহম্মেদ (১৪) মোটরসাইকেলযোগে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মুরইল ভাঙা সেতু সংলগ্ন স্থানে বিপরীত দিকে আসা বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সামছুল আলম ও তার ভাতিজা বুলবুল আহত হয়।

এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে নেয়ার পথে বুলবুল মারা যায়। আহত সামছুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।