পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১১ এএম, ২৩ অক্টোবর ২০১৬

রাজবাড়ীর কালুখালীর অদূরে পদ্মা নদীতে ডুবে নুরজাহান (০৫) ও সাদিয়া (০৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মো. আব্দুল মালেক সেখের মেয়ে নূর জাহান (০৫) ও মো. দুলু সেখের মেয়ে সাদিয়া (০৫)।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।