সহপাঠীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জের ধরে সহপাঠীর ছুরিকাঘতে মোহাম্মদ আল আমিন (১৬) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ হত্যাকারী চাঁন মাহমুদকে (১৭) আটক করেছে। নিহত ও আটক দুজনেই ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান মিয়া জানান, রোববার সকালে আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দুই ছাত্র আল আমিন ও চাঁন মাহমুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল আমিন তার বন্ধুদের নিয়ে চাঁন মাহমুদের মোটরসাইকেল ভাঙচুর করে।
এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁন মাহমুদ ধারালো অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করে। এ সময় কলেজ ক্যাম্পাসে আল আমিনকে কুপিয়ে সে মারাত্মক আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ঘাতক চাঁন মাহমুদকে আটক করেছে।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস