রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি রাজিব সম্পাদক এরশাদ
রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মো. জাকারিয়া মাসুদ রাজিবকে সভাপতি ও মো. সাইফুল ইসলাম সুমনকে (এরশাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নতুন এই কমিটি অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়।
সভাপতি রাজিব ও এরশাদ জানান, দলের এই বড় দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। তাই আমরা সবাইকে সঙ্গে নিয়ে সবার সুখ-দুঃখে এক হয়ে কাজ করতে চাই।
রুবেলুর রহমান/এআরএ/এবিএস