টাঙ্গাইলে ১৩ হাজার শৌচাগার নির্মাণ করবে বিশ্বব্যাংক


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৫ অক্টোবর ২০১৬

টাঙ্গাইলের ভূঞাপুরসহ ১২ উপজেলায় ১৩ হাজার ৬শ শৌচাগার তৈরি করবে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে আয়োজিত বেসরকারি সংস্থা এনজিও ফোরামের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী আলী আজগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, জেলা স্বাস্থ্য প্রশিক্ষক নাঈম খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারি প্রকৌশলী নাজির আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, এনজিও ফোরাম-টাঙ্গাইল আঞ্চলিক ব্যবস্থাপক মোশারফ হোসেন, ইত্তেফাক ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Bhuiyanpur

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও ফোরামের ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম প্রোগ্রাম ফ্যাসিলেটর নজরুল ইসলাম, সাংবাদিক শাহ আলম প্রামানিক, আব্দুর রশিদ তালুকদার, ইব্রাহীম ভূঞা, দি হাঙ্গার প্রজেক্টের নাসির হোসেন, তৃণমূল সংস্থার ফোকাল পারসন মো. সেলিমসহ উপজেলায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও সংগঠনের কর্মীরা।

এর আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর হালিম অ্যাডভোকেট। পরে একটি র‌্যালি বের করা হয়।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।