কক্সবাজারে অপহৃত শিশু পাবনায় উদ্ধার : গ্রেফতার ১
কক্সবাজার জেলার উখিয়া থেকে অপহৃত শিশু আল ফায়াদ ইসলামকে (৬) পাবনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। এ ঘটনায় নুর আয়শা মুন্নি (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহৃত শিশু আল ফায়াদ ইসলাম কক্সবাজার জেলার উখিয়া পশ্চিম মরিচ্চ্যা গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতার অপহরণকারী নুর আয়শা মুন্নি উখিয়ার পশ্চিম মরিচ্চ্যা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গত ৫ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া থেকে পারিবারিক বিরোধের জের ধরে এতিম শিশু আল ফায়াদ ইসলামকে অপহরণ করা হয়।
এ ব্যাপারে শিশুটির মামা জাহিদুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় পরদিন একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধারে নামে র্যাব। র্যাবের গোয়েন্দারা মোবাইল ফোনের কললিস্ট ধরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নুর আয়শা মুন্নিকে গ্রেফতার করা হয়।
একে জামান/এএম/এবিএস