বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী খুন


প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬

বগুড়ার মহাস্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনিছুর রহমান রনজু (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রিজের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রনজু বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর ভাগ্নে এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে তিনি লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, রনজু বাইসাইকেলযোগে মহাস্থান বন্দর থেকে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাস্থান ব্রিজের উপরে দুর্বৃত্তরা তার গতিরোধ করে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকায় অবস্থিত ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএসআই শাহ আলম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

লিমন বাসার/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।