রাজবাড়ীতে ১৪ জেলের জরিমানা


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৬ অক্টোবর ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাতে পদ্মা নদীতে মাছ ধরার সময় আটক জেলেদের সদর থানার এসআই বদিয়ার রহমান এর তত্ত্বাবধানে  বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল ও মো. কাউছার হোসেনের আদালতে হাজির করে প্রত্যেক জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন।

অভিযানের সময় পুলিশের সহায়তায় ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করেন সদর উপজেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তারা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করাসহ মাছ এতিমখানায় দেয়া হয়েছে।

জরিমানা প্রাপ্ত জেলেরা হলেন- রাজবাড়ীর মোতালেব সরদার (৩৫),আক্কাস সরদার (৪০), তোরাপ সরদার (৪৫), সিদ্দিক শেখ (৪৫), পাবনার শামীম শেখ (২২),আজিম শেখ (৪০), নাগোর আলী শেখ (২৭), বিল্লাল শেখ (২০), বিশু সরদার (৩৩), ফরিদ শেখ (২০),  শরিফুর ইসলাম (২১), বিল্লাল মন্ডল (২১), মাহতাব মন্ডল (৩৫) ও জালাল মন্ডল (৪৫)।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, রাতে পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক, ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পোড়ানো এবং মাছগুলো এতিমখানায় দেয়া হয়েছে। আর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের জেল জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।