ধুনটে ১০ টাকা কেজির ৩ টন চালসহ আটক ২


প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

বুধবার সন্ধ্যায় ধুনট উপজেলার বিলচাপড়ি বাজার এলাকায় মাসুম নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল আটক করা হয়। পরে এ ঘটনায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন, ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে লয়া মিয়া (৩৫) ও আব্দুল হালিমের ছেলে রবিন আহম্মেদ (২২)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি বাজার এলাকায় তালিকাভুক্ত হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করেন নিয়োগপ্রাপ্ত ডিলার। সেই চাল স্থানীয় এক ব্যবসায়ী সিন্ডিকেট হতদরিদ্রদের কাছ থেকে ২৮টাকা কেজি দরে কেনে নিয়ে মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে (গুদাম) মজুদ করেন।

বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী মাসুমের গুদাম থেকে পাচারের উদ্দেশ্যে ১০টাকা কেজি দরের চাল বস্তা ভর্তি করা হচ্ছিল। এ সময় ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লয়া মিয়া ও রবিনকে আটক করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। অভিযানকালে গুদামে রক্ষিত প্রায় ৩ মেট্রিক টন চাল জব্দ করা হয়।

পুলিশের হাতে আটক লয়া মিয়া ও রবিন বলেন, আমরা কুলি শ্রমিকের কাজ করি। ব্যবসায়ী আব্দুল হামিদ, আব্দুল আলিম, খলিলুর রহমান ও আব্দুল মজিদের কথা মতো এই চালগুলো বস্তাভর্তি করছিলাম।

ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, এই চাল ক্রয়ের সঙ্গে আমি জড়িত না। তারপরও এই চাল কেনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসায়ীরা শত্রুতামূলকভাবে আমার নাম বলেছেন। তবে পুলিশের জব্দকৃত চালগুলো ১০টাকা কেজি দরের চাল বলে তিনি স্বীকার করেন।

ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, থানা পুলিশ এ বিষয়টি অবগত করেছেন। আইনি প্রক্রিয়ার জন্য এ বিষয়টি নিয়ে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিলচাপড়ি গ্রামের কয়েক জন ব্যবসায়ী ১০ টাকা কেজি দরের এই চালগুলো কর্ডধারীদের কাছ থেকে ক্রয় করেছেন। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।