শিবগঞ্জে ১০ টাকা কেজির চাল বিক্রি স্থগিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচি ১০টাকা কেজির চাল বিক্রি স্থগিত করা হয়েছে। তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে এ চাল বিক্রি স্থগিত রাখা হয়।
জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের প্রথম সেপ্টেম্বর মাসের কিস্তি বিতরণের পর তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলে প্রশাসন দ্বিতীয় মাসের কিস্তি বিতরণ স্থগিত করেন। বর্তমানে অভিযুক্ত ইউনিয়নে আবার নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল বিক্রির জন্য শিবগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের ১৬ হাজার ২৬১জন হতদরিদ্র পরিবারের জন্য ৩২জন ডিলার নিয়োগ দেয়া হয়। এরমধ্যে সেপ্টেম্বর মাসে প্রথম কিস্তির চাল বিতরণে পর প্রায় সব ইউনিয়নেই হতদরিদ্রদের তালিকা নিয়ে নানান প্রশ্ন উঠে। বিশেষ করে হতদরিদ্রদের বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণ, একই পরিবারের একাধিক কার্ড বিতরণ, ভুয়া জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে তালিকা তৈরিসহ হাজারো অভিযোগ আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে।
এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাময়িক চাল বিক্রি স্থগিত রেখে হতদরিদ্রদের তালিকা নবায়ন করা হয়। তবে ২৬ অক্টোবর পর্যন্ত সঠিক ও স্বচ্ছ তালিকা তৈরি না হওয়া পর্যন্ত এ চাল বিতরণ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
এদিকে নতুন করে তালিকা তৈরির জন্য উপজেলার মাঝিহট্ট, সৈয়দপুর, বিহার ইউনিয়নের বুধবার পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান, ডিলার, ইউপি সদস্য, সচিবসহ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বদরুল আলম জানান, হতদরিদ্রদের নতুন তালিকা তৈরির কাজ চলছে। তালিকা যাচাই-বাছাই করে ডিলারদের মাঝে চালের বরাদ্দ আদেশ (ডিও লেটার) দেয়া হবে। আগামী সপ্তাহ থেকে চাল বিক্রি শুরু করা হবে।
লিমন বাসার/এএম/আরআইপি