বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইল সমবায় মার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক শামীম (২৫) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের সাইফুলের ছেলে।
টাঙ্গাইল নির্মাণাধীন সমবায় মার্কেটের শ্রমিকদের অভিযোগ, মার্কেটে পানি সরবরাহের পাম্প বিকল থাকায় এই ঘটনা ঘটেছে। মোটরের প্রধান সমস্যা ছিল এটি চালু করার পরপরই এতে বৈদ্যুতিক সংযোগ সৃষ্টি হয়। এ সমস্যা নিয়ে অসংখ্যবার মার্কেটের সাইড ম্যানেজার লিটনকে অবগত করা হলেও তিনি ঠিক করেনি। ফলে আজ বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক শামীমের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এবিএস