বগুড়া সরকারি কলেজে ছাত্রলীগের নতুন কমিটি


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

বিলুপ্ত হওয়ার ২দিন পরই বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা  হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।

জানা যায়, কেএম মোজাম্মেল হক বুলবুলকে সভাপতি ও রাকিবুল হাসান অর্ককে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

চলতি মাসের ২৫ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকেও সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭দিনের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য ছাত্রলীগ বগুড়া জেলা শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।  

লিমন বাসার/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।