বগুড়ায় বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যা ব যৌথ অভিযান চালিয়ে কাহালু উপজেলায় একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে শতাধিক বোতল বিদেশি মদ, বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, রেস্টুরেন্টের পরিচালক দুপচাচিয়ার চকশুকানগাড়ি গ্রামের আমিনুর ইসলাম বুলু (৪০) এবং কাহালুর শেকাহার গ্রামের বাবুল সর্দার (৩৫)।

উদ্ধার মাদকদ্রব্যগুলো ভবনের নিচে বাংকার করে লুকিয়ে রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালকর শামিম আহম্মেদ।

তিনি জানান, কাহালুর বারমাইল গার্ডেন ভিউ নামের চাইনিজ রেস্টুরেন্টে মাদক বিক্রির সংবাদ পাওয়ার পর থেকে সেখানে গোপনে নজরদারি করা হচ্ছিল।

শুক্রবার বিকেলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যা বকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে কর্মচারীদের শোবার বিছানার নিচে মেঝেতে গোপন বাংকারে লুকিয়ে রাখা ১৩৫ বোতল বিদেশি মদ, ৭৫টি বিয়ার উদ্ধার করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টের অন্যান্যরা পালিয়ে গেলেও পরিচালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

লিমন বাসার, বগুড়া/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।