যমুনায় ধরা পড়লো ৩০ কেজি বাঘাইড়


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০১৬

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। শনিবার সকালে যমুনা নদীর বানিয়াজান ঘাট এলাকা থেকে মাছটি ধরা হয়।

ধুনট পৌর বাজারের মাছ ব্যবসায়ী প্রভাত চন্দ্র হাওয়ালদার জানান, স্থানীয় জেলে সাধুচরণ হালদার পাঁচ সহকর্মীকে নিয়ে নৌকায় যমুনা নদীতে মাছ ধরতে যান। সেখানেই এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।

জেলে সাধুচরণ হালদার বলেন, মাঝ নদীতে অনেকক্ষণ কোনো মাছ না পেলেও সকালে তাদের জালে বড় রকমের ঝাঁকি দেয়। এতে আঁতকে ওঠেন তারা। এরপর সবাই মিলে জাল টানতে থাকেন। কাছাকাছি আসামাত্র মাছটি এমন জোরে ঝাঁকি দেয় যে, নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে অনেক চেষ্টার করে কৌশলে জালসহ বাঘাইড় মাছটি নৌকায় তুলে তীরে ফিরে আসেন তারা।

বাঘাইড় মাছটি ধুনট শহরের পৌর বাজারে বিক্রির জন্য আনা হয়। মাছটি দেখার জন্য মৎস্য ব্যবসায়ীরা আড়তে ভিড় করেন।

জেলে সাধুচরণ হালদার ৩০ কেজি ওজনের বাঘাইড়টির দাম হাঁকেন ২৮ হাজার টাকা। কিন্তু ক্রেতারা দাম বলেন ৭০০ টাকা কেজি হিসেবে ২১ হাজার টাকা।

ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম জানান, অনেক দিন পর বাজারে বড় আকারের একটি বাঘাইড় মাছ উঠেছে। এই মাছ একজনের পক্ষে কেনা সম্ভব নয়। তাই ক্রেতারা কয়েকজন মিলে মাছটি কিনে ভাগবাটোয়ারা করে নেয়ার পরিকল্পনা করেছেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।