শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে হলুদের ক্ষেত থেকে ২০ বস্তা এবং ক্ষেতের পাশের দুই বাড়ি থেকে পরিত্যক্ত ৪০ বস্তা চাল আটক করা হয়। তবে ঘটনার সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে এসব চাল আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া শিবগঞ্জ থানার এএসআই হাফিজুর রহমান হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে হলুদের ক্ষেত থেকে ২০ বস্তা এবং ক্ষেতের পাশে মোজাম মণ্ডলের বাড়ি থেকে ১০ এবং সিদ্দিক মিয়ার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা চাল আটক করা হয়। বর্তমানে চালগুলো থানায় আনা হচ্ছে। আর বাড়িতে কেউ না থাকার কারণে মালিককে আটক করা যায়নি।
মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা গোলাম হাফিজ সোহাগ জানান, শনিবার সকালে মাঝিহট্ট ইউনিয়নের সদরে ও বারিকতলায় ১০ টাকা কেজির চাল বিক্রি করেন ডিলাররা। সেই চাল গোপনে মৌসুমি ব্যবসায়ী কিনে নিয়ে বস্তা ভর্তি করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসে তা আটক করে।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে চালগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এআরএ/আরআইপি