ছেলেকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন


প্রকাশিত: ১০:১৬ এএম, ৩১ অক্টোবর ২০১৬

বগুড়ার শেরপুর উপজেলায় ছেলেকে হত্যার দায়ে বাবা বিধান চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ.ম.মো. সাঈদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত বিধান চন্দ্র সরকার শেরপুর উপজেলার দারুগ্রামের মৃত শিনিস চন্দ্র সরকারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বিধান চন্দ্র সরকার একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। তার নিজের কোনো পেশা না থাকায় স্ত্রী অন্যের বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালানোর পাশাপাশি স্বামীর নেশার টাকার জোগান দিতেন।

২০১৫ সালের ৩১ আগস্ট সকাল ৮টার দিকে বিধান সরকার স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে ঝগড়া বিবাদ করে। স্ত্রী আগমনী সরকার স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রতিবেশী বিশ্বনাথের বাড়িতে ঝি এর কাজ করতে যায়। এই সুযোগে বিধান চন্দ্র সরকার তার একমাত্র ছেলে দুর্জয়কে (১০) ঘরের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এরপর পালানোর সময় শরীরে রক্ত মাখা অবস্থায় গ্রামের লোকজনের হাতে ধরা পড়ে বিধান সরকার। এ ঘটনায়  স্ত্রী আগমনী সরকার বাদী হয়ে স্বামী বিধান চন্দ্রের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বিধান সরকারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর শুনানি শেষে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল মতিন ও আসামিপক্ষে ছিলেন জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী অ্যাড. আব্দুল মোত্তালেব।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।